পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে নিয়ে টেলিপ্লে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০২০

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে নিয়ে কয়েকটি সংক্ষিপ্ত টেলিপ্লে বানানোর পরিকল্পনা করছে ইরানের আর্ট ব্যুরোর সেন্টার ফর ড্রামাটিক আর্টস। শুক্রবার এক সন্ত্রাসী হামলায় দেশটির এই শীর্ষ পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান।
সেন্টার ফর ড্রামাটিক আর্টস এর পরিচালক কুরোশ জারেই বুধবার ফারসি সংবাদ মাধ্যম এমএনএকে বলেন, শীর্ষ এই বিজ্ঞানীকে পরিচিত করাতে পরিকল্পনাটি হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি গুপ্তহত্যার শিকার এসব ব্যক্তিত্বের ওপর টেলিপ্লে বানানো আমাদের কর্তব্য। ইতোমধ্যে সাত মাস আগে সেন্টার ফর ড্রামাটিক আর্টস প্রথম পদক্ষেপ নিয়েছে।
জারেই আরও জানান, ফাখরিজাদেহ হত্যার পর শিগগিরই ব্যুরো একটি কমিটি গঠন করেছে। যারা গুপ্তহত্যার শিকার হয়েছেন তাদের শাহাদাতের ঘটনা নিয়ে মিউজিক, প্লে, শর্ট ফিল্ম ও ভিজ্যুয়াল আর্টস তৈরি করতে কমিটিটি গঠন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।