শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরমাণু নিরাপত্তা নিয়ে যৌথ প্রকল্প শুরু করল ইরান-ইইউ

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে পরমাণু নিরাপত্তা বিষয়ক একটি প্রকল্প শুরু করেছে। এ প্রকল্পের মাধ্যমে দু পক্ষের মধ্যে পরমাণু নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার হবে।

বুধবার ইইউ’র পরমাণু নিরাপত্তা ইউনিটের প্রধান অলিভার লিউক্স একটি প্রতিনিধদল নিয়ে তেহরান সফরে আসেন এবং ইরানের পরমাণু নিরাপত্তা কেন্দ্রের প্রধান হুজ্জাতুল্লাহ সালেহির সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রকল্প শুরু ঘোষণা দেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ২৫ লাখ ইউরো ব্যয় হবে। তবে প্রকল্পের জন্য ৫০ লাখ ইউরো বরাদ্দ রয়েছে।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে যে সমঝোতা হয়েছিল তার আওতায় গত এপ্রিল মাসে এ প্রকল্পের বিষয়ে তেহরান এবং ইইউ’র মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুসারে- ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পরমাণু নিরাপত্তা নিয়ে সাড়ে তিন বছর সহযোগিতামূলক এ প্রকল্প চলবে।

চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু স্থাপনাসহ কর্মসূচির নানা অংশের নিরাপত্তা সক্ষমতা বাড়িয়ে তোলা। এছাড়া, পরমাণু নিরাপত্তা কার্যপ্রণালী নিয়ে ইরানের পরমাণু বিশেষজ্ঞদের প্রশিক্ষণও দেয়া হবে।

– পার্সটুডে ।