বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পবিত্র কুরআনের সদ্য পুনরুদ্ধার করা পাণ্ডুলিপি উন্মোচন

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২২ 

news-image

ইরানের পশ্চিমাঞ্চলীয় কোর্দেস্তান প্রদেশে পবিত্র কুরআনের সদ্য পুনরুদ্ধার করা প্রাচীন একটি পাণ্ডুলিপি উন্মোচন করা হয়েছে। সোমবার স্থানীয় পর্যটন কর্মকর্তা সালাহ নাসরোল্লাহি এই তথ্য জানান।তিনি বলেন,  ৩০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিটি মুলানাবাদ গ্রামে রাখা হচ্ছে। এটি কুরআনের সবচেয়ে নিখুঁত পাণ্ডুলিপিগুলোর মধ্যে একটি বলে জানান তিনি।নাসরোল্লাহি আরও জানান, ক্ষতির পরিমাণ বিবেচনা করে এবং কুরআনের এই কপিটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে অভিজ্ঞ পুনরুদ্ধারকারীরা এটি পুনরুদ্ধারে সম্মিলিতভাবে এগিয়ে আসেন।চার মাসের পুনরুদ্ধার প্রক্রিয়ার পর কুরআনের পাণ্ডুলপিটি আগের গৌরব ফিরে পেয়েছে। পুনরুদ্ধারের পর কপিটি জনসাধারণের জন্য প্রদর্শন করা হয় বলে জানান তিনি।কাগজের তৈরি এবং চামড়ায় আবৃত পবিত্র কুরআনের এই কপিটি ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সূত্র: তেহরান টাইমস।