রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পঞ্চাশের অধিক দেশে টাইলস-সিরামিক রপ্তানি করে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ 

news-image

ইরানের তৈরি টাইলস ও সিরামিক বিশ্বের ৫০টিরও অধিক দেশে রপ্তানি করা হয়। বেহনাম আজিজ জাদে নামে দেশটির একজন শিল্প কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।মঙ্গলবার তিনি বলেছেন, ইরানে উৎপাদিত টাইলস ও সিরামিকের প্রায় ৪০ ভাগ বা প্রায় ২০০ মিলিয়ন বর্গমিটার অন্যান্য দেশে রপ্তানি করা হয়।

আজিজ জাদে ইরানি অ্যাসোসিয়েশন অব টাইল অ্যান্ড সিরামিক ম্যানুফ্যাকচারার্সের নেতৃত্ব দেন। তিনি আরও জানান, ইরান বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম টাইলস এবং সিরামিক উৎপাদক ও রপ্তানিকারক।

তিনি বলেন, দেশে বর্তমানে দেড় শতাধিক কারখানা টাইলস ও সিরামিক উৎপাদন করছে। এসব কারখানায় প্রায় সাড়ে চার লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। সূত্র: মেহর নিউজ