বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পঞ্চম ফজর কাপের শিরোপা জিতল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২০ 

news-image

পঞ্চম আন্তর্জাতিক ফজর ভারোত্তলন কাপের (যেটি নামজু কাপ নামেও পরিচিত) শিরোপা ঘরে তুলেছে ইরানের পুরুষ ভারোত্তলক দল। মঙ্গলবার তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিন আরও দুটি স্বর্ণপদক জিতেন ইরানি ভারোত্তলকরা। ইভেন্টে সর্বোচ্চ ৪৪৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফারসি স্কোয়াড।
 
ফজর কাপে ইরাক ২৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইন্দোনেশিয়া ২৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

১০৯ কেজি ওজন-শ্রেণিতে স্ন্যাচে ১৭৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৫ কেজিসহ সর্বমোট ৩৮৮ কেজি উত্তোলন করে ইরনের আলী হাসেমি তিনটি স্বর্ণপদক জয় করেন। একই বিভাগে ইরানের আমির হোগুগি স্ন্যাচ ১৬০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২০৩ কেজি সহ সর্বমোট ৩৬৩ কেজি উত্তোলন করে তিনটি রৌপ্যপদক জয় করেন। অপরদিকে ইরাকের প্রতিনিধি সর্বমোট ৩৫২ কেজি উত্তোলন করে তৃতীয় স্থান অর্জন করেন।

ইভেন্টের ১০৯ কেজি ক্যাটাগরিতে ক্লিন অ্যান্ড জার্কে ২৪০ কেজি এবং স্ন্যাচ ২০১ কেজি নিয়ে স্বর্ণপদক অর্জন করেন ইরনের আবু দাবোদি।

ইরান, আর্মেনিয়া, বাংলাদেশ, বুলগেরিয়া, ক্যামেরুন, ইন্দোনেশিয়া, বসনিয়া, ইরাক, জর্ডান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নরওয়ে এবং তুরস্ক সহ ১৩টি দেশের ৩৪জন পুরুষ ভারোত্তলক এতে অংশ নেন। কাপ বিজয়ীরা ২০২০ অলিম্পিকে খেলার টিকিট লাভ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।