শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন ড. আহমাদিনেজাদ

পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ আসন্ন নির্বাচনে তার পছন্দের প্রার্থী হিসেবে হামিদ বাকায়ি’র নাম ঘোষণা করেছেন। হামিদ বাকায়ি এর আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পছন্দের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে আহমাদিনেজাদ বলেছেন, “আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে হামিদ বাকায়ি’র প্রতি আমার সমর্থন ঘোষণা করছি।”

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ।

আগামী ১৯ মে ইরানে ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন। এছাড়া আরও কয়েক জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। সূত্র: পার্সটুডে।