নয় মাসে ১ হাজার ৮৭৯ মার্কিন পর্যটকের ইরান সফর
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/01/3002930.jpg)
চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ ২০১৮ থেকে ২১ ডিসেম্বর) ১ হাজার ৮৭৯ জন মার্কিন পর্যটক ইরান সফর করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবার এই তথ্য জানিয়েছেন।
কাসেমি জানান, ইরানের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয়স্থান পরিদর্শনের উদ্দেশ্যে এবং সেই সাথে একই সময়ে বৈজ্ঞানিক কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণের জন্য সর্বমোট ১ হাজার ৮৭৯ জন মার্কিন নাগরিক ইরান ভ্রমণ করেছে।
এই ১ হাজার ৮৭৯ জন পর্যটকের মধ্যে ৫৩৬ জন ইরান সফর করেছেন পর্যটনের জন্য এবং ৫১১ জন সফর করেছেন ধর্মীয়স্থান পরিদর্শনের উদ্দেশ্যে। বাকি পর্যটকরা বৈজ্ঞানিক কনফারেন্স ও মিটিংয়ে অংশগ্রহণের জন্য ইরান সফর করেছেন।
কাসেমি আরও জানান, গত ইরানি বছরে (২০ মার্চ ২০১৭ থেকে ২০ মার্চ ২০১৮) ইরানে সর্বমোট ২ হাজার ৩২৫ জন মার্কিন নাগরিক ইরান সফর করেছেন। ২০১৬ সালে ইরান সফর করেছেন ৬ হাজার ৩৭২ জন মার্কিন পর্যটক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।