বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নয়াদিল্লিতে পুরস্কার জিতলো দুই ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০২১ 

news-image

চতুর্থ নয়া দিল্লি চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেল ইরানি দুই ছবি ‘দ্যা ইনহেরিটেন্স’ ও ‘দ্যাট নাইটস ট্রেইন’। ২৮ মার্চ উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়।

‘দ্যা ইনহেরিটেন্স’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা সহযোগী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিন্দা কিয়ানি। সাদেক দাকিকি পরিচালিত ছবিটিতে আদেল নামের ১৬ বছর বয়সী এক বালকের গল্প তুলে ধরা হয়েছে। তার বাবা-মার মধ্যে বিচ্ছেদ ঘটে এবং তার মা বিদেশে বসবাস করে।

অন্যদিকে, হামিদরে রেজা কোতবির ‘দ্যাট নাইটস ট্রেইন’ লাল গোলাপ পুরস্কার লাভ করেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে মুক্তি পাওয়া সেরা চলচ্চিত্র হিসেবে এই পুরস্কার দেয়া হয়। সূত্র: তেহরান টাইমস।