ন্যানো-সায়েন্সে অগ্রাধিকার দিয়ে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২২
ইরানে প্রকাশিত ন্যানো সংক্রান্ত নিবন্ধের হার বিশ্বে মোট প্রকাশিত নিবন্ধের সংখ্যার তুলনায় সর্বোচ্চ। এতে বুঝা যাচ্ছে দেশটি ন্যানো-বিজ্ঞানের প্রতি কতটা মনোযোগ এবং অগ্রাধিকার দিয়েছে। আর এই অগ্রাধিকার দেওয়ার ফলে ন্যানো বিজ্ঞানে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ইরান।
স্ট্যাটন্যানোর তথ্যমতে, ২০২১ সালে,জেসিআর- (জার্নাল সিটেশন রিপোর্ট) সূচিকৃত জার্নালে প্রায় ২লাখ ২ হাজার ন্যানো-নিবন্ধ প্রকাশ করা হয়েছিল, যা ডব্লিউওএস (ওয়েব অব সায়েন্স) এ সূচিকৃত মোট নিবন্ধের প্রায় ৮ দশমিক ২ শতাংশ। বিকল্পভাবে বলা হয়েছে, সারা বিশ্ব জুড়ে সমস্ত বৈজ্ঞানিক প্রকাশনার প্রায় ৮ শতাংশ ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে। মোট নিবন্ধের সংখ্যার সাথে ন্যানো-আর্টিকেলের অনুপাতের পরিপ্রেক্ষিতে ইরান এখনও এই সূচকে সর্বোচ্চ অংশীদারীর অধিকারী এবং দেশটির মোট নিবন্ধের ১৮ দশমিক ৭ শতাংশ ন্যানো প্রযুক্তির বিভাগে পড়ে। ডাটাবেজ অনুসারে, দেশটি ২০২১ সালে মোট ১১ হাজার ১৯৬টি ন্যানো-নিবন্ধ প্রকাশ করেছে। ইরানের পরে রয়েছে সৌদি আরব, মিশর ও চীন। দেশগুলো যথাক্রমে ১৭ দশমিক ৪ শতাংশ,১৬ শতাংশ এবং ১৪ দশমিক ১ শতাংশ ন্যানো-আর্টিকেল প্রকাশ করেছে। সূত্র: তেহরান টাইমস।