মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানো-প্রযুক্তি খাতে ইউনেস্কোর পদক পেলেন ইরানি অধ্যাপিকা

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৫ 

news-image

ইরানের তাব্রিজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা-রসায়ন বিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর সুদাবেহ দবারান ন্যানো-প্রযুক্তি খাতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর পদক পেয়েছেন।

ইরানের এই অধ্যাপিকাসহ বিশ্বের ৮ জন বিজ্ঞানী এই পদক পাওয়ার গৌরব অর্জন করলেন।unicef award of Iranian professor

ন্যানো-বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় অবদান রাখার কারণে সম্প্রতি (গত দশই এপ্রিল) এই বিজ্ঞানীদের পুরস্কার দেয়া হয় ইউনেস্কোর সদর দপ্তরে। ইউনেস্কো ২০১০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।

ডক্টর সুদাবেহ দবারান তাব্রিজ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা- ন্যানো প্রযুক্তি বিভাগের প্রধান এবং মেডিসিনাল বায়োম্যাটেরিয়ালস ও চিকিৎসা-ন্যানো প্রযুক্তি বিষয়ের অধ্যাপিকা।

রেডিও তেহরান, ২২ এপ্রিল, ২০১৫