শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানো প্রযুক্তির ব্যবহারে ত্বকের প্রদাহজনিত রোগের ওষুধের উদ্বোধন করল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৩ 

news-image

ন্যানো প্রযুক্তির ব্যবহারে লেইশম্যানিয়াসিস ও ত্বকের প্রদাহজনিত বেশ কিছু রোগের ওষুধ উদ্বোধন করল তেহরান। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ব্যবহারে তৈরি গুরুত্বপূর্ণ দু’টি ড্রাগ তৈরির এ খবর গতকাল (শনিবার) প্রকাশ করা হয়।

ইরানে ষষ্ঠ ন্যানোটেকনোলজি উতসবের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন উদ্ভাবিত ওষুধগুলো প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্টের চিফ অভ স্টাফ মোহাম্মদ নাহভান্দিয়ান এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট নাসরিন সুলতানখাহ।

সাধারণত সংক্রমিত মশা মাছির কামড়ের ফলে এক ধরনেরপরজীবী মানুষের দেহে প্রবেশ করে। কোন সংক্রমিত ব্যক্তির কাছ থেকে মশা মাছি এই রোগের জীবাণু প্রাপ্ত হয়। এ ধরনের লেইশম্যানিয়াসিস থেকে কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ। নতুন এ ওষুধ কালাজ্বর ও জটিল ধরনের চর্মরোগ নিরাময়ে কাজ করবে।

এছাড়া, ন্যানো প্রযুক্তি ও আইসোটোপ ব্যবহারে করে বেশ কিছু জটিল রোগের ওষুধ তৈরি ও বাজারজাত করেছে ইরান।

সাম্প্রতিক বছরগুলোতে ন্যানো প্রযুক্তিতে উন্নতি করেছে দেশটি। সর্বশেষ র‍্যাঙ্কিংএ বৈজ্ঞানিক জ্ঞান গবেষণা উতপাদনে বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

রেডিও তেহরান : ৬ অক্টোবার ২০১৩