বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানো প্রযুক্তিতে সক্রিয় ইরানের ৩৪৬ কোম্পানি

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২৩ 

news-image

ইরানের ৩৪৬টি কোম্পানি দেশে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে সক্রিয় রয়েছে। প্রথম ইরানি ক্যালেন্ডার মাসের ফারভারদিনের শেষের দিকের (এপ্রিল ২০) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কোম্পানিগুলো ১ হাজার ৯১১টি পণ্য এবং ২৪১টি সরঞ্জাম উৎপাদন করেছে এবং সেগুলো বাজারে সরবরাহ করছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২৮১টি ইরানী কোম্পানি ন্যানো প্রযুক্তি পণ্য উৎপাদন ক্ষেত্রে সক্রিয় এবং ৬৫টি কোম্পানি ন্যানো প্রযুক্তি সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে সক্রিয়।

২০২২ সালের ২৮ নভেম্বর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ‘ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য জাতীয় দলিল’ ঘোষণা করেন। নথিটি ৭টি নিবন্ধের সমন্বয়ে ১৫ নভেম্বর সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিল থেকে অনুমোদন লাভ করে। সূত্র: তেহরান টাইমস।