মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানোপ্রযুক্তি খাতে ইরানের ১২৫ মিলিয়ন ডলার বরাদ্দ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২১ 

news-image

ইরানে এখন থেকে ১৫ বছর আগে ন্যানোপ্রযুক্তি খাতের উন্নয়নে একটি জাতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। সে অনুযায়ী এই খাতে আরও ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে ন্যানোপ্রযুক্তির উন্নয়ন প্রবণতা ক্রমবর্ধমান। গত বছর পর্যন্ত দেশটিতে তৈরি ন্যানোপণ্য ও সরঞ্জামের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৫০টিতে। যেখানে আগের বছর এই সংখ্যা ছিল ৬৪৭টি।

ইরানে ন্যানোপ্রযুক্তি খাতে ২২৩টি পণ্য উৎপাদন ও ৫৯টি সরঞ্জাম উৎপাদন কোম্পানি সক্রিয় রয়েছে। গত বছরের শেষ নাগাদ এসব কোম্পানি মোট ৭৫০টি পণ্য ও সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে। সূত্র: তেহরান টাইমস।