ন্যানোপ্রযুক্তির পণ্য উৎপাদনে মুসলিম বিশ্বের শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৯

তুরস্ক ও মালয়েশিয়াকে পিছনে ফেলে ন্যানোপ্রযুক্তির পণ্য উৎপাদনে শীর্ষে উঠেছে ইরান। মুসলিম দেশগুলোর মধ্যে মিসর, সৌদি আরব, তিউনিশিয়া, পাকিস্তান ও কাতার এধরনের প্রযুক্তিপণ্য উৎপাদনে এগিয়ে আছে। স্ট্যাটন্যানো’র এক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৫ থেকে এ বছর পর্যন্ত ইরানের বিশ্ববিদ্যালয়গুলো শতাধিক ন্যানো প্রবন্ধ উপস্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়গুলো ন্যানো প্রযুক্তিকে গুরুত্ব দেয়ার দিক থেকে রেটিং’এ ইরানের ইসলামিক আযাদ বিশ্ববিদ্যালয় ৭৭৪১, সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় ৩৩০০, তেহরান বিশ্ববিদ্যালয় ২৭৮০ পয়েন্ট সূচকে রয়েছে।
গত কয়েক বছর ধরে বিশ্বে ন্যানোপ্রযুক্তির প্রসার হয়েছে যথেষ্ট। ওআইসি’র অনেক সদস্য এ প্রযুক্তির চর্চায় আগ্রহী হয়ে উঠেছে।- মেহর নিউজ।