মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানোপ্রযুক্তির ওপর ইরান-ফিলিপাইন সিম্পোজিয়াম

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২১ 

news-image

ন্যানোপ্রযুক্তির ওপর আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করছে ইরান-ফিলিপাইন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।শনিবার সিম্পোজিয়ামের নির্বাহী কমিটির সচিব ও কৃষি জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্রের ন্যানো প্রযুক্তি গবেষণা দপ্তরের প্রধান লেইলা মামেনি এই তথ্য জানান। তিনি জানান, ইরানের কৃষি জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্র এবং ফিলিপাইন কাউন্সিল ফর এগ্রিকালচার, অ্যাকুয়াটিক ও ন্যাচারাল রিসোর্সেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিওএসটি-পিসিএএআরআরডি) এর যৌথ সহযোগিতায় এই খাতের বিশেষজ্ঞদের উপস্থিতিতে আন্তর্জাতিক সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হবে।কৃষিতে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে তেহরান এবং ম্যানিলার মধ্যে যৌথ বৈজ্ঞানিক সহযোগিতা শুরু, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্যের আদান-প্রদান এবং প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি ক্ষেত্রে বৈজ্ঞানিক, গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণের নতুন দিগন্তের সূচনা, সংশ্লিষ্ট ক্ষেত্রে তৎপর সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া প্রতিষ্ঠাই হচ্ছে সিম্পোজিয়ামের উদ্দেশ্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি।