বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নৈসর্গিক দৃশ্যের তাবাস জিওপার্কের আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২১ 

news-image

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) বিশ্ব জিওপার্ক (ইউজিজিপি) তালিকায় শিগগিরই যুক্ত হতে পারে পূর্ব-মধ্য ইরানে অবস্থিত তাবাস জিওপার্ক। দৃষ্টিনন্দন এই স্থানটি নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য এবং অস্পৃশ্য ভূখণ্ডের আবাসস্থল হিসেবে পরিচিত।

বিশালায়নের তাবাস জিওপার্কের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে প্রয়োজনীয় দলিলগুচ্ছ ইউনেসকোতে দাখিল করেছে ইরান। সম্ভাব্য নিবন্ধনের জন্য ইউনেসকো বিশেষজ্ঞরা শিগগিরই সম্পত্তিটির মূল্যায়ন করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার মেহর নিউজ এজেন্সি এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাবাস কাউন্টিতে অবস্থিত তাবাস জিওপার্কের পশ্চিম এশিয়া অঞ্চলের সর্ববৃহত জিওপার্ক হিসেবে নিবন্ধন লাভের সমূহ সম্ভাবনা রয়েছে।

পূর্ব খোরাসান প্রদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত জিওপার্কটিতে ৫০টি জিও-সাইট, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য এবং রহস্যময় কাল-ই জেনির অস্পৃশ্য ভূখণ্ড রয়েছে। সূত্র: তেহরান টাইমস।