শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নেদারল্যান্ড ফিল্ম ফেস্টিভালে দুই ইরানি সিনেমার পুরস্কার লাভ  

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২১ 

news-image

মেনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ইরানের মাদারআই অ্যাম জোসেফ’ যেটি নির্মাণ করেছেন মোহামেদরেজা ফারতুসি এবং সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে আহমাদ জায়েরির সাদ’স অলিফ ট্রি’ পুরস্কার লাভ করেছে। মাদারআই অ্যাম জোসেফ’ দর্শকদের ৬৭ শতাংশ সমর্থন পেয়ে পুরস্কার লাভ করে। ছবিটি সাদা কালো। অন্ধকারময় জীবনের কাহিনী উঠে এসেছে এ চলচ্চিত্রে। যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকতে জোসেফ নামে এক যুবক ২১ বছর একটি গর্তে লুকিয়ে থাকার ঘটনা এ চলচ্চিত্রের মূলকাহিনী।

জায়েরির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরেক বালক এক বিস্ফোরণে অন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে বাড়িতে আটকে থাকতে থাকতে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে এবং তা কাটিয়ে উঠতে তার জীবন সংগ্রাম শুরু করে তা তুলে ধরা হয়েছে। গত ২০ মে থেকে ২৩ মে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

আর্জেন্টিনা, ইরাকফ্রান্সব্রাজিলচিলিতিউনিসিয়ামরক্কোস্পেনসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রকাররা এ উৎসবে যোগ দেন। জুরি বোর্ডে ছিলেন আলজেরিয়া জন্ম নেওয়া ডাচ পরিচালক কারিম ট্রাইদিয়ামরক্কোর চলচ্চিত্র সমালোচক হামাদি কেরউম ও ইরানি প্রযোজক এলাহে নোবখত। টাইমস অব ইন্ডিয়া