শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশ ইরান

পোস্ট হয়েছে: মে ১১, ২০২২ 

news-image

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যান মতে, কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরান বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলির এই সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে, ইরান আন্তর্জাতিক পর্যায়ে ২০তম স্থানে রয়েছে। পোল্যান্ড, মিশর, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, বেলজিয়াম এবং অস্ট্রিয়ার মতো দেশগুলির চেয়ে এগিয়ে রয়েছে।২০২১ সালে ক্রয়ক্ষমতা সূচক (পিপিআই) অনুযায়ী, বিশ্বের ১৯৩টি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান প্রকাশ করা হয়। একই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে ইরানের অবস্থান ২০তম স্থানে রেখেছে। দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এই অবস্থান লাভ করেছে। সূত্র: মেহর নি্উজ।