নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজ্ঞান কূটনীতিতে ইরানের অগ্রগতি
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২২

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজ্ঞান কূটনীতিতে অগ্রগতি হয়েছে ইরানের। দেশটির বিজ্ঞানীদের আন্তর্জাতিক কার্যকলাপ বছরে বছরে বেড়ে চলেছে। স্কোপাসের জরিপে স্থান পাওয়া ৩৫ শতাংশেরও বেশি ইরানি নিবন্ধ বহুজাতিক প্রকল্পে পরিণত হয়েছে। ইরানের বিজ্ঞান উপমন্ত্রী পেইমান সালেহি এই তথ্য জানিয়েছেন।
শনিবার কমটেক (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি) এর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞান কূটনীতিতে সাধারণ সমস্যাগুলি মোকাবেলা করতে এবং গঠনমূলক আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তুলতে দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা গড়ে তোলা হয়।
তিনি জানান, ২০২১ সালে স্কোপাস ডাটাবেজে ইরানি বিজ্ঞানীদের ৭৭ হাজারের অধিক বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়। ইরান বিজ্ঞান উৎপাদনে ১৫তম স্থানে রয়েছে।
বৈজ্ঞানিক রেফারেন্সের দিক থেকেও দেশটি বিশ্বে ১৫তম এবং ১৬তম স্থানে রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।