রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে তিনগুণ

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২৩ 

news-image

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও চীনে ইরানের তেল রপ্তানি গত তিন বছরে তিন গুণ বেড়েছে। একইভাবে এশিয়ার দেশগুলোতে রাশিয়ার রপ্তানিও বেড়েছে। ডেটা বিশ্লেষণকারী সংস্থা কেপলার প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে।

উল্লিখিত তথ্যমতে, প্রধান প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছে ২০২৩ সালে প্রতিদিনি গড়ে ইরানের অপরিশোধিত রপ্তানি দাঁড়ায় প্রায় দশ লাখ ব্যারেলে (বিপিডি)। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল প্রায় ৩ লাখ ২৫ হাজার বিপিডি।

২০১৯ সাল থেকে চীনে ইসলামি প্রজাতন্ত্রের তেলের চালান ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এই ধারাবাহিকতায় ২০২১ সালে রপ্তানি ৫ লাখ ৮৫ হাজার বিপিডিতে পৌঁছে এবং ২০২২ সালে এই সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার বিপিডিতে।

সূত্র: তেহরান টাইমস।