নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল খাতের প্রবৃদ্ধি দ্বিগুণ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪

ইরানের তেল খাতে ২০২৩ সালের শরতকালে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ বেড়েছে। মঙ্গলবার দেশটির অর্থ ও অর্থনৈতিক বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, প্রেস কনফারেন্সে এহসান খানদৌজি বলেছেন, ২০২২ সালের শরতকালে তেল শিল্পের প্রবৃদ্ধি দাঁড়ায় ১০ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের একই মৌসুমে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।
গত সপ্তাহে ইরানের প্ল্যান অ্যান্ড বাজেট অর্গানাইজেশন (পিবিও) প্রধান দাউদ মানজুর বলেছেন, ২০২৩ সালের শরতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল তেল খাতের প্রবৃদ্ধি সহ ৫ দশমিক ১ শতাংশ এবং তেল ছাড়া প্রবৃদ্ধি হয় ২.৫ শতাংশ। সূত্র: তেহরান টাইমস