সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞা-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে ইরানের তেল উৎপাদন

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২২ 

news-image

ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, দেশটির অপরিশোধিত তেলের উৎপাদন নিষেধাজ্ঞা-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে। অর্থাৎ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আগে যে পরিমাণ তেল উৎপাদন হতো বর্তমানে সেই পরিমাণে তেল উৎপাদন হচ্ছে।ইরানের তেল উৎপাদনের বর্তমান সক্ষমতা দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি (বিপিডি) পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা আশা করি এই খাতে যারা তৎপর তাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে চলতি ইরানি বছরে আমরা অপরিশোধিত তেল, গ্যাস কনডেনসেট, তেল পণ্য এবং পেট্রোকেমিক্যালস রপ্তানিতে উচ্চ পরিসংখ্যানে পৌঁছাতে পারব।’’ওজি বলেন, বর্তমান তেল উৎপাদন ক্ষমতা নিষেধাজ্ঞার আগের অবস্থায় পৌঁছে গেছে, এবং আমাদের কর্মক্ষমতা এবং এই পরিমাণ তেল উৎপাদনে কোনো সমস্যা নেই।সূত্র: তেহরান টাইমস।