নিষেধাজ্ঞা ইরানের জন্য ‘ছদ্মবেশী আশীর্বাদ’: প্রতিরক্ষামন্ত্রী
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নতুন করে আমেরিকা তার দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ইরানের প্রতিরক্ষা খাত আরো বেশি স্বনির্ভরতা অর্জন করবে।
ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেন। জেনারেল হাতামি বলেন, “ইরান আজ নতুন নিষেধাজ্ঞা মোকাবেলা করছে না; এটা তেহরানের কাছে নতুন কোনো ইস্যু নয়। ইরানের ওপর যতবার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ততবার আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর প্রত্যয় পেয়েছি।”
তিনি আরো বলেন, “নিষেধাজ্ঞার পরপরই বিভিন্ন ইস্যু শণাক্ত করে তার সুষ্ঠু সমাধানের পথ বের করা হয়েছে। এসব পরিকল্পনা ও প্রস্তাবের ভিত্তিতে আমরা ইঞ্চি ইঞ্চি করে স্বনির্ভরতা ও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছি।”
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের তরুণ মেধাবীরা দেশের শতভাগ অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে সক্ষম। পার্সটুডে।