বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞার সব ভিত্তি অপসারণ করা হয়েছে: ড. রুহানি

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার প্রশাসন তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার সব ভিত্তি উপড়ে ফেলেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি সইয়ের মাধ্যমে এ কাজ করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি  সোমবার এসব কথা বলেন। তিনি বলেন, তার প্রশাসন আরো আগেই পরমাণু চুক্তিতে পৌঁছাতে পারত কিন্তু নিষেধাজ্ঞার ভিত্তিগুলো উপড়ে ফেলে তারপর চূড়ান্ত চুক্তি সই করেছে। আর এ কারণেই পরমাণু আলোচনা অনেক বেশি দীর্ঘ হয়েছে।

বৈঠকে ড. রুহানি আরো বলেন, “অনেকে বলতেন একদিনের জন্যও ইরান-বিরোধী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাতিল করা সম্ভব হবে না কিন্তু আমরা একদিন সে প্রস্তাব বাতিল করিয়েছি এবং পরমাণু চুক্তি বাস্তবায়নের আগেই তা বাতিল হয়েছে।”সূত্র: পার্সটুডে