শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞার আগের চেয়ে ইরানি তেল আমদানি বাড়িয়েছে চীন

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২২ 

news-image

ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে চীনের তেল ক্রয় রেকর্ড মাত্রায় বেড়েছে। ২০১৭ সালে দেশটির তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা না থাকার সময় চীন যে সর্বোচ্চ পরিমাণ তেল আমদানি করে, সাম্প্রতিক আমদানি তাও ছাড়িয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এই খবর দিয়েছে।গেল জানুয়ারিতে চীনের আমদানি প্রতিদিন ৭ লাখ ব্যারেল (বিপিডি) ছাড়িয়ে গিয়েছিল। তিনটি ট্যাঙ্কার ট্র্যাকারের অনুমান অনুযায়ী, ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আগে চীন দিনে সর্বোচ্চ ৬ লাখ ২৩ হাজার ব্যারেল আমদানি করে। নিষেধাজ্ঞাকালীন চীনের তেল ক্রয়ের পরিমাণ এই চিত্র ছাড়িয়ে গেছে।একটি ট্র্যাকার সংস্থার তথ্যমতে, ইরান থেকে আনুমানিক আমদানির পরিমাণ নভেম্বর-ডিসেম্বর মাসে গড়ে ৭ লাখ ৮০ হাজার বিপিডি ছিল।