মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞাকালীন ইরানের প্রবৃদ্ধি বাড়াতে অবদান রেখেছে কৃষি খাত

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২০ 

news-image

নিষেধাজ্ঞাকালীন ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে কৃষি খাত অবদান রেখেছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। রোববার ইরানের পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে এই তথ্য জানান কৃষিমন্ত্রী কাজেম খাভাজি।

তিনি বলেন, কৃষি খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচকভাবে বাড়াতে সক্ষম হয়েছে এবং নিষেধাজ্ঞার মোকাবেলায় দেশের স্থিতিস্থাপকতা ত্বরান্বিত করেছে।

কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের ওপর একটি প্রতিবেদন তুলে ধরে খাভাজি বলেন, কৃষি খাত দেশের অন্যতম খাত, যেটি উৎপাদন, কর্মসংস্থান ও পরিবেশের টেকসইতার ক্ষেত্রে ব্যাপকভাবে কার্যকারিতা ও প্রভাবশালী ভূমিকা রেখেছে।

তিনি জানান, মোট দেশীয় উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ৮ শতাংশ। যার আর্থিক মূল্য দাঁড়ায় আনুমানিক ৪০ বিলিয়ন ডলারের ওপরে। তবে যদি কৃষি খাতের পূর্ববর্তী ও পরবর্তী অবদান বিবেচনা করা হয় তাহলে জিডিপিতে এর অবদান দাঁড়াবে ৩২ দশমিক ৫ শতাংশ।

কৃষিমন্ত্রী আরও জানান, নিষেধাজ্ঞা আরোপ করায় গত কয়েক বছরে ইরানের তেল রাজস্ব কমেছে। তবে কৃষি খাত দেখিয়ে দিয়েছে যে, এই খাত দেশের আর্থিক প্রবৃদ্ধি আশাব্যাঞ্জকভাবে বাড়াতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।