নির্মল ও ইসলামি সিনেমা বানাতে চায় ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4066654.jpg)
ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ-মেহেদি ইসমাইলি বলেছেন, নতুন সরকারের অধীনে ইরানে নির্মল ও ইসলামি সিনেমার চাহিদা রয়েছে।
গত ১৬ই ফেব্রুয়ারি ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের (এফসিএফ) ট্রাস্টি বোর্ডের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই খবর দিয়েছে। মন্ত্রী বলেন, ‘‘সামনের বছরগুলোতে আমরা ইসলামি বিপ্লবের মতো একই মানের ছবি তৈরির পাশাপাশি ইসলামি ব্যবস্থার নীতির সাথে সঙ্গতি রেখে সিনেমা তৈরির জন্য উন্মুখ হয়ে আছি।’’ তিনি আরও বলেন, ফারাবি সিনেমা ফাউন্ডেশনের মতো একটি জাতীয় চলচ্চিত্র প্রতিষ্ঠান ইরানি-ইসলামিক চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র: তেহরান টাইমস।