নিরাপত্তা কখনো কেনা যায় না বললেন ইরানের সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/3910816-1.jpg)
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, নিরাপত্তা যারা অন্য দেশ থেকে কিনতে চায় তাদের বিরাট মূল্য দিতে হয়। বিদেশিদের ওপর ভরসা করে যারা ভাবেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত তাদের সেজন্যে চড়া মূল্য দিতে হবে। ইরানের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনেয়ী নাহজুল বালাগা থেকে হযরত আলীর একটি চিঠির অংশ স্মরণ করে বলেন, সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ইচ্ছার প্রতীক এবং জনতার দুর্গ। এধরনের বিশ্বাস ও আস্থা ইরান সত্যিকার অর্থেই বহন করে।
সর্বোচ্চ নেতা বলেন, ইরানের নিরাপত্তার অর্থ হচ্ছে প্রগতির পথে সব ধরনের উন্নয়নের মূল অবকাঠামোর নিশ্চয়তা। একারণেই নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ ইস্যু। এজন্য অন্য দেশের ওপর নির্ভরশীল নয় বরং নিজেদের চেষ্টায় সে সক্ষমতা অর্জন করতে হবে। না হলে বিদেশি বা পরাশক্তির সঙ্গে লড়াই করে টিকে থাকা সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা ইউরোপ ও আমেরিকার মধ্যেকার বর্তমান মতপার্থক্য সম্পর্কে বলেন, ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যদি ইউরোপ নিজেদের চেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করতে পারত তাহলে এ পরিস্থিতির সৃষ্টি হত না। ইউরোপের উন্নত দেশগুলোর নিরাপত্তাও বিদেশি শক্তির হাতে নির্ভরশীল। আর অনুন্নত দেশগুলোর নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল। ন্যাটোর নিরাপত্তা ছাতার নিচে অবস্থান করেও ইউরোপের দেশগুলো স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে না বলে মন্তব্য করেন খামেনেয়ী। তেহরান টাইমস।