শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিম্নআয়ের পরিবারকে আধুনিক অ্যাপার্টমেন্ট দিচ্ছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২৩ 

news-image

ইরানে দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারগুলির মাঝে মোট ২৩ হাজার অ্যাপার্টমেন্ট বিতরণ করা হয়েছে। রোববার একটি অনুষ্ঠানে এসব অ্যাপার্টমেন্ট বিতরণ করা হয়।ইমাম খোমেইনি রিলিফ ফাউন্ডেশন অ্যাপার্টমেন্টগুলো নির্মাণ করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এদিন তিনটি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেন। আইআরএনএ এই খবর জানিয়েছে।ফাউন্ডেশনের প্রধান মোর্তেজা বখতিয়ারি ২০২২ সালের আগস্টে জানিয়েছিলেন, আগামী (ইরানি ক্যালেন্ডার) বছরের বাজেট বিলে সুবিধাবঞ্চিতদের আবাসন প্রদানের জন্য মোট ২৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার) প্রস্তাব করা হয়।ফাউন্ডেশন আগামী চার বছরে ৩ লাখ ৬০ হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে।প্রকল্পটি আগামী বছর শুরু হবে এবং বঞ্চিতদের জন্য বার্ষিক ৯০ হাজার বাড়ি তৈরি করা হবে। এর মধ্যে ৬০ হাজারটি শহরে এবং ৩০ হাজারটি গ্রামে নির্মিত হবে। সূত্র: তেহরান টাইমস।