শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও ভারত

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২৩ 

news-image

ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা এক টেলিফোনালাপে ইরানের চবাহার সমুদ্রবন্দরের পূর্ণাঙ্গ ধারণক্ষমতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব আরোপ করেছেন তারা।

ফোনালাপে ইব্রাহিম রায়িসি বলেন, ট্রানজিট ও জ্বালানী নিরাপত্তাসহ সকল খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও নয়াদিল্লি উভয়ের এমন অভিজ্ঞতা রয়েছে যে, তা কাজে লাগালে বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইরানের মধ্যে সহযোগিতা শক্তিশালী হবে।

টেলিফোনালাপে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ শহরের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি হতাহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান।

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি চবাহার বন্দরে যৌথ প্রকল্প বাস্তবায়ন করে বন্দরটিকে আন্তর্জাতিক যোগাযোগের একটি কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, তা করতে পারলে সেটি হবে অঞ্চলের সবগুলো দেশের উন্নয়নে সহায়ক। তিনি বলেন, ভারত চবাহার প্রকল্পের সমাপ্তি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত রয়েছে।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানির পরিকল্পনা করেছে ভারত। এ লক্ষ্যে দু’দেশ যৌথভাবে বন্দরটির উন্নয়ন করে যাচ্ছে।

পার্সটুডে/