শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিউ ইয়র্ক প্রতিযোগিতায় ইরানি চিত্রশিল্পীর পুরস্কার জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২০ 

news-image

ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট নিউ ইয়র্ক-মানহাটনে পুরস্কার জিতেছে কয়েকজন ইরানি চিত্রশিল্পী। প্রতিবছর ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকা (পিএসএ) ও ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ই’আর্ট ফটোগ্রাফিক (এফআইএপি) অন্যান্য কয়েকটি ফটোগ্রাফিক কেন্দ্রের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে।

চারটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার ওপেন কালার সেকশনে এমওএল গোল্ড পুরস্কার জিতেছে বাবাক মেহরাফশারের ‘প্রেয়ার অ্যান্ড মস্কো’।

এই বিভাগে সাইয়্যেদ এহসান মোরতাজাভির ‘পিপল অ্যান্ড ফ্লাওয়ার্স’ এফআইএপি সিলভার অ্যাওয়ার্ডসহ সম্মাননা লাভ করেছে এবং মেহদি জাবোলাব্বাসির ‘আফগানিস্তান’ এমওএল ব্রোঞ্জ লাভ করেছে। আগামী ১ অক্টোবর পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং ২০২১ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া একটি ফটো প্রদর্শনীতে ছবিগুলো দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।