সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নিউরোসায়েন্সে অঞ্চলে প্রথম স্থানে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১ 

news-image

নিউরোসায়েন্স এবং কগনিটিভ নিউরোলজির ক্ষেত্রে অঞ্চলে প্রথম স্থানে রয়েছে ইরান।  শনিবার ইরানি কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস কাউন্সিলের উপদেষ্টা  মোহাম্মদ তাগি জোঘতাই এই তথ্য জানান।তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত অধ্যয়ন এবং মূল্যায়নের ভিত্তিতে ইরান এই অঞ্চলে নিউরোসায়েন্স এবং জ্ঞানভিত্তিক নিউরোলজিতে প্রথম স্থানে রয়েছে।তিনি আরও জানান, ইরান বর্তমানে নিউরোসায়েন্সের ক্ষেত্রে বিশ্বে ১৯তম, আচরণগত নিউরোসায়েন্সে ১৩তম, সেলুলার ও আণবিক ক্ষেত্রে ১৭ তম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্নায়ুবিজ্ঞানে ১২তম স্থানে রয়েছে।ইরানের নিউরোসায়েন্স সোসাইটির (আইএনএসএস) সভাপতি জোঘতাই জানান, ১০ম নিউরোসায়েন্স কংগ্রেস ২০২১ আগামী ২২ থেকে ২৪  ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।