বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নিউইয়র্ক যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট; সাফল্য কামনা করলেন সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২২ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের কয়েক জন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, নিউইয়র্ক সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসিডেন্ট রায়িসি। উজবেকিস্তান থেকে ফেরার পর তিনি সর্বোচ্চ নেতার কাছে গেলেন।

সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন। একই সঙ্গে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং এ সংক্রান্ত পরিকল্পনা নিয়েও সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রেসিডেন্টের প্রতিবেদন ও গৃহীত নানা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেন। পার্সটুডে/