শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিউইয়র্কের রাস্তায় মহররমের শোক মিছিল, নওহা ও মাতম

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৮ 

news-image

প্রতি বছরের ন্যায় এ বছরও সাইয়্যেদুশ শোহাদা আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত মার্কিন যুক্তরাষ্ট্রেও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।কুরআন তিলাওয়াত, জিয়ারতে আশুরা, বক্তৃতা, নওহা পাঠ ও মাতম করার মাধ্যমে এ শোকানুষ্ঠান পালিত হচ্ছে।

মুহররমের শোকানুষ্ঠান উপলক্ষে আহলে বায়েত (আ.)এর ভক্তরা নিউইয়র্কের রাস্তায় শোক মিছিল প্রদর্শন করে নওহা পাঠ ও মাতম করেছেন।- ইকনা।