বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

নাসা স্পেস অ্যাপস লোকাল লিড অ্যাওয়ার্ডে দিদারুল আলমকে আন্তর্জাতিক সম্মাননা প্রদান

পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০১৯ 

news-image

বৈশ্বিক উদ্ভাবনের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম NASA International Space Apps Challenge-এর পক্ষ থেকে দিদারুল আলম-কে NASA Space Apps Local Lead Award প্রদান করা হয়েছে। তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব ও মহাকাশ সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্বুদ্ধ করার জন্য তার অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
২২-২৩ জুলাই, ২০১৯ তারিখে আয়োজিত এই সম্মাননাটি বাংলাদেশের স্থানীয় পর্যায়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ সফলভাবে সংগঠনের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেতৃত্বকে স্বীকৃতি দেয়।
নাসার Earth Science Division উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি বৈশ্বিক হ্যাকাথন, যেখানে বিশ্বের ২০০টিরও বেশি শহরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। প্রতিযোগীরা নাসার উন্মুক্ত ডেটা ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট, মহাকাশ গবেষণা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান খোঁজেন।

দিদারুল আলমের নেতৃত্বে বাংলাদেশে তরুণ বিজ্ঞানী, প্রোগ্রামার, ডিজাইনার, প্রকৌশলী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি সৃজনশীল এবং সহনির্মাণমূলক পরিবেশ তৈরি হয়। তাদের উদ্ভাবনী চিন্তাধারা ও প্রযুক্তিভিত্তিক সমাধান আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়।
এই সম্মাননাপত্রটি NASA সদর দপ্তরের Earth Science Division-এর অ্যাক্টিং ডেপুটি ডিরেক্টর পাউলা বন্টেম্পি স্বাক্ষর করেন, যা দিদারুল আলমের বৈশ্বিক নেতৃত্ব এবং বাংলাদেশের তরুণদের বিজ্ঞানমুখী করে তোলার প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি জগতে একটি গর্বের মুহূর্ত যা নতুন প্রজন্মকে বৈশ্বিক সমস্যার সমাধানে অংশ নিতে অনুপ্রাণিত করবে।