নারী কারুশিল্পীদের সহায়তায় তেহরান-টোকিও‘র রোডম্যাপ
পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০১৮

ইরানের নারী কারুশিল্পীদের সহায়তায় জরিপ পরিচালনার জন্য একটি খসড়া রোডম্যাপ তৈরি করেছে তেহরান ও টোকিও। খসড়াটি প্রস্তুত করেছে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থা (সিএইচএইচটিও) ও জাপানের সাসাকাওয়া পীস ফাউন্ডেশন।
সিএইচএইচটিও এর উপ পরিচালক পুয়া মাহমুদিয়ান মঙ্গলবার জানান, তার সংস্থা পীস ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য ও ইসলাম প্রো্গ্রাম ডিপার্টমেন্টের ব্যবস্থাপকদের সাথে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর আলোচনা করেছে।
‘‘ইরানি কারুশিল্পীদের ৭৫ শতাংশের বেশি নারী। আমরা বিশ্বাস করি আমাদের শিল্পীরা শান্তির দূত। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ‘উইমেন অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট’ (নারী ও হস্তশিল্পী) শীর্ষক আমাদের প্রথম যৌথ প্রকল্পটি আগামী বছর ইরানি নারীদের ওপর নজর দেবে’’, বলেন মাহমুদিয়ান।
এটি মূলত একটি অনুসন্ধানীমূলক প্রকল্প হবে এবং এর ফলাফল সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হবে। পরবর্তীকালে এটি কয়েকটি শিক্ষামূলক ও শিল্প কর্মশালায় অনুসরণ করা হবে। তেহরান টাইমস।