নারী অনূর্ধ্ব-১৮ সিএএফএ চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২২

মঙ্গলবার কিরগিজ প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে সিএএফএ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান। ম্যাচের ২৭তম মিনিটে কিরগিজ প্রজাতন্ত্রের হয়ে নুরসুলু মুর্জাকুলোভা প্রথম গোল করলেও ৫৫ মিনিটে ইরানের এলাহে আফশারদুস্ত গোল করে সমতা ফিরিয়ে আনেন। ঘণ্টার মাথায় ইরানের হয়ে দ্বিতীয় গোল করেন অধিনায়ক নেগিন জান্দি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে শিরোপা জয় করে ফারসি দল।
শুক্রবার ইরান উজবেকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করে এবং রবিবার তাদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানকে ১১-০ গোলে পরাজিত করে। তাজিকিস্তানের দুশানবেতে রাউন্ড-রবিন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয় তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্র। সূত্র: তেহরান টাইমস।