নারীর ক্ষমতায়নে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও কাতার
পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২২

পারিবারিক ইউনিটে নারীদের অসামান্য ভূমিকা বৃদ্ধি ও জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতার।
ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি মঙ্গলবার কাতারের সামাজিক উন্নয়ন ও পরিবার বিষয়ক মন্ত্রী মরিয়ম বিনতে আলী বিন নাসের আল মিসনাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন। বৈঠকে ইরানের ভাইস-প্রেসিডেন্ট বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাম্প্রতিক দোহা সফরের দিকে ইঙ্গিত করেন। খাজালি কাতারি প্রতিপক্ষকে নারীদের জন্য একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন, যাতে এই বিষয়ে বেশিরভাগ লক্ষ্য অর্জন করা যায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।