নারীদের জন্যে প্রথম পর্যটন দ্বীপ করছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/07/2527348.jpg)
ইরানের প্রখ্যাত ক্বেশম দ্বীপের ওই সৈকতে শুধু নারীরাই যেতে পারবেন। ‘ফার্স্ট ওমেন-অনলি’ এ প্রকল্পে ব্যয় হবে ২৫ লাখ মার্কিন ডলার। পারস্য উপসাগরে বেশ নয়নাভিরাম দ্বীপ হিসেবে ক্বেশমএমনিতে বিশ্ব পর্যটকের নজর কাড়া স্থান। সেই দ্বীপে আড়াই হেক্টর এলাকায় শুধু নারীদের প্রবেশাধিকার দিয়ে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। ইরানের দক্ষিণাঞ্চলের প্রদেশ হোরমোজগানে ওই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে জানানো হল পৃথক তিনটি ধাপে গড়ে তোলা হবে নারীদের জন্যে প্রথম পর্যটন দ্বীপ। ইরনা
পুরো প্রকল্পটি গড়ে উঠছে বেসরকারি খাতে। প্রথম ধাপে রেস্টরুম, বাথরুম, লকার রুমস, সেফটি ডিপোজিট বক্স, রেস্টুরেন্ট, স্পা ট্রিটমেন্ট, পারগোলাস, কফি শপ, শপিং সেন্টার, বাচ্চাদের জন্যে খেলাধুলার স্থানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। আগামী বছরের ২০ মার্চ অর্থাৎ চলতি ফারসি বছরের শেষ হবার আগেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এরপর দ্বিতীয় ধাপে থাকছে, নারীদের জন্যে সুইমিংপুল, জিম, অ্যাকোমোডেশনস, বিউটি স্যালুন, ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, আর্টিফিশিয়াল নাইট লাইটিং সহ সৈকতে নানা বিনোদোনমূলক ব্যবস্থা।
পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যতটা সম্ভব পরিবেশের কম ক্ষতি করে মেরিন হোটেল, সি ওয়াটার পার্ক গড়ে তোলা হবে । সূত্র: তেহরান টাইমস।