রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

নারীদের এশিয়া বাস্কেটবলে চমক দিয়ে শুরু ইরানের

পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০১৭ 

news-image

এফআইবিএ অনুর্ধ-১৬ নারী এশিয়া চ্যাম্পিয়নশিপের এবারের পঞ্চম আসর চমক দিয়ে শুরু করেছে ইরানের অনুর্ধ ১৬ জাতীয় নারী বাস্কেটবল টিম। ২৩ অক্টোবর ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বি ডিভিশনের খেলায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপালকে ৮৯-৩২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে দেশটি।

এদিন ইরানের পক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন রোজিন তালাকোব। তিনি একাই সংগ্রহ করেন ১৭ পয়েন্ট। অন্যদিকে, গাজাল মালেকি সংগ্রহ করেছেন ১০ পয়েন্ট।এফআইবিএ এর ওয়েবসাইটের তথ্য মতে, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বি বিভাগের ম্যাচে ইরানের দুর্দান্ত জয় সবচেয়ে বড় সংবাদ হিসেবে প্রচারিত হয়েছে। এদিন পশ্চিম এশীয় স্কোয়াড নেপালের বিরুদ্ধে চমক লাগানো জয় ঘরে তোলেন।

এলাহেহ দারেস্তানি নেতৃত্বাধীন ফার্সি টিম প্রতিযোগিতার ডিভিশন বি’র এ গ্রুপে নেপাল, ভাতর ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে ইরান। টুর্নামেন্টের পঞ্চম আসর ভারতের বেঙ্গালুরু শহরে ২২ অক্টোবর শুরু হয়েছে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সুত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।