শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নাইজেরিয়ার স্ট্রাইকার মেনশা’কে চায় পারসোপলিস

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৬ 

news-image

ইরানের পারসোপলিস ফুটবল টিম নাইজেরিয়ার স্ট্রাইকার গওডিন মেনশা’কে দলে নিতে চায়। পারসোপলিসের স্ট্রইকার মেহেদি তারেমি গ্রিকে এ ই কে এ্যাথেন্সে খেলতে ইচ্ছুক। তাই আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করতে পারসোপলিস চাচ্ছে নাইজেরিয়ার স্ট্রাইকার মেনশা’কে দলে ভেড়াতে। ফেব্রুয়ারিতে এএফসি চ্যাম্পিয়ন লিগ শুরু হচ্ছে এবং তার আগেই মেনশা’কে আনতে পারলে টুর্নামেন্টে ভাল ফলাফল আশা করছে দলটি। ২৭ বছর বয়সী নাইজেরিয়ার এই স্ট্রাইকার পায়কানের হয়ে ১২টি ম্যাচে ৬ গোল করেছে। সূত্র: তেহরান টাইমস