নরওয়েজিয়ান-মার্কিন উৎসবে যাচ্ছে ইরানের ‘ওয়েস্টল্যান্ড’
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২

নরওয়েজিয়ান ট্রমসো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬তম বার্ষিক ইরানি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে আহমেদ বাহরামি পরিচালিত ইরানি চলচ্চিত্র “ওয়েস্টল্যান্ড”।
“ওয়েস্টল্যান্ড” নরওয়েতে ১৭ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ট্রমসো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম সংস্করণে দেখানো হবে। ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬তম বার্ষিক ইরানি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে। উৎসবটি ১৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফ্রিয়ার গ্যালারি অব আর্ট এবং আর্থার এম. স্যাক্লার গ্যালারিতে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।