রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নরওয়েজিয়ান পিস ফিল্ম অ্যাওয়ার্ড জিতলো ‘দ্যা ওয়েস্টল্যান্ড’

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২২ 

news-image

ইরানি নাটক ‘দ্যা ওয়েস্টল্যান্ড’ ৩২তম ট্রমসো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নরওয়েজিয়ান শান্তি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। শনিবার রাতে আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

আহমেদ বাহরামি পরিচালিত চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে দূরবর্তী অঞ্চলে অবস্থিত একটি ইট উৎপাদন কারখানা নিয়ে যা প্রাচীন পদ্ধতি ব্যবহার করে ইট তৈরি করে থাকে ।বিভিন্ন জাতিসত্তার অনেক পরিবার কারখানাটিতে কাজ করে এবং তাদের সমস্যা সমাধানের চাবিকাঠি তাদের বসের হাতে বলে মনে করা হয়।

ট্রমসো ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজ এবং স্টুডেন্ট নেটওয়ার্ক ফর পিস এর সহযোগিতায় টিআইএফএফ এই পুরস্কার প্রদান করে থাকে।

এর আগে হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করে ইরানি ছবি ‘দ্যা ওয়েস্টল্যান্ড’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলি বাঘেরি, ফররোখ নেমাতি, মেহদি নাস্সাজ, মজিদ ফারহাঙ্গ ও মাহদিয়ে নাসসাজ।

‘দ্যা ওয়েস্টল্যান্ড’ ইতালির ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অবকাশে ইনডিপেন্ডেন্ট ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেসকি) এর পক্ষ থেকে অ্যাওয়ার্ডও লাভ করে। সূত্র: তেহরান টাইমস।