মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নবী দৌহিত্র ইমাম হুসাইন সম্পর্কে বিশ্বখ্যাত ব্যক্তিদের বাণী ( ভিডিও )

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৮ 

news-image
যদি হুসাইন (আ.) আমাদের মধ্য থেকে হতেন তাহলে বিশ্বের প্রতিটি প্রান্তেই আমরা তাঁর জন্য পতাকা উড়াতাম এবং মিম্বার স্থাপন করতাম। আর মানুষকে খ্রিস্টধর্মের প্রতি আহ্বান করতাম ।
অ্যান্টন বারা- খ্রিস্টান পণ্ডিত
অ্যান্টন বারা
যদি হুসাইন (আ.) দুনিয়াবী কামনা বাসনার চরিতার্থ  করার জন্য যুদ্ধ করে থাকেন… তাহলে আমি বুঝি না, কেন তাঁর বোন, স্ত্রী ও শিশুরা তার সাথে ছিলেন। অতএব, বুদ্ধিবৃত্তি নির্দেশ করে যে, তিনি শুধু ইসলামের জন্যই ত্যাগ স্বীকার করেছেন।
 
চার্লস ডিকেন্স- ইংরেজ সাহিত্যিক
চার্লস ডিকেন্স
ইসলামের বিকাশ এতে বিশ্বাসীদের তরবারি ব্যবহারের ওপর নির্ভরশীল নয়, বরং তা হুসাইনের (আ.) সর্বোচ্চ আত্মত্যাগের ফল।
 
মহাত্মা গান্ধী: ভারতের জাতির পিতা
মহাত্মা গান্ধী
মুষ্টিমেয় কয়েকজনকে সঙ্গে নিয়ে হুসাইনের (আ.) বিজয় আমাকে বিস্মিত করেছে।
 
থমাস কারলাইল: স্কটিশ ঐতিহাসিক
থমাস কারলাইল