মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নবায়নযোগ্য জ্বালানি রফতানি করবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০১৮ 

news-image

ইরানের বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি  উদ্যোক্তরা এ শক্তি রফতানির জন্যে সবুজ সংকেত পেয়েছে। ইরানের জ্বালানি  মন্ত্রণালয় এক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষভাবে সহায়তা করবে। দেশটির নবায়নযোগ্য জ্বালানি  ও জ্বালানি  দক্ষতা সংস্থা‘সাতবা’ উদ্যোক্তাদের সহায়তার জন্যে বেশ কিছু নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি  রফতানির ক্ষেত্রে দর নির্ধারণে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। বরং সাতবা রফতানিকারকদের জন্যে অবকাঠামো গড়ে দেয়া ছাড়াও এধরনের জ্বালানি  রফতানির জন্যে ভিনদেশের ক্রেতা খুঁজে পেতে সহায়তা করবে।

সাতবা’র পরিচালক পেয়মান তাকিপোর জানান, তারা উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ সংগ্রহে সহায়তা করবে। ইরানে নবায়নযোগ্য জ্বালানি  উৎপাদনের পর তা রফতানির জন্যে নেটওয়ার্ক স্থাপনেও সাতবা রাখবে বিশেষ ভূমিকা। ফিনান্সিয়াল ট্রিবিউন