নবজাতকের স্ক্রিনিং টেস্ট কিট তৈরিতে ৫ দেশের মধ্যে ইরান
পোস্ট হয়েছে: মে ১২, ২০২২

ইরান নবজাতকের বিপাকীয় রোগের স্ক্রিনিং টেস্ট কিট উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি।
বিপাকীয় ব্যাধি শনাক্তকরণের জন্য নবজাতকের স্ক্রিনিং টেস্ট কিট উৎপাদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান। ইসলামি বলেন, দ্রুত সময়ে নবজাতকের বিপাকীয় রোগ শনাক্ত করতে স্ক্রিনিং কিট তৈরি করতে ইরানের বিজ্ঞানীদের এক বছর সময় লেগেছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন নিয়ে এই কিট চালু করার জন্য প্রস্তুতি রয়েছে। পাশাপাশি দেশটির অন্যান্য দেশে কিট রপ্তানি করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ।