নদী চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ‘মিডল ইস্টার্ন স্টোরিজ’
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২২

ইরানের ছোট নাটক ‘মিডল ইস্টার্ন স্টোরিজ: ফাদার’ ইতালির পাদোভায় অনুষ্ঠিত ১৬ তম নদী চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক দিগন্ত বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
রেজা দাকাক পরিচালিত ছবিটিতে একটি ট্রাকের মধ্যে থাকা শরণার্থীদের নতুন জীবন শুরু করার চেষ্টা করার এক হৃদয়বিদারক গল্প তুলে ধরা হয়েছে।
নিমা রহিমপুরের ‘প্লেথিং’ নামে আরেকটি ইরানি নাটক এই বিভাগে বিশেষ জুরি ম্যানশন জিতেছে।
সূত্র: তেহরান টাইমস।