নতুন ১৩৩টি পরমাণু সাফল্য উন্মোচন করবে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২১

নতুন ১৩৩টি পরমাণু সাফল্যের উন্মোচন করবে ইরান। ইরানের আণবিক জ্বালানি সংস্থা এইওআই এই ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে এইওআই ঘোষণা দিয়েছে, আগামী শনিবারে ১৩৩টি নতুন পরমাণু সাফল্য উন্মোচন, উদ্বোধন ও চালু করা হবে।
বিবৃতিতে বলা হয়, দেশের পরমাণু শিল্পের কর্মী ও বিশেষজ্ঞদের প্রচেষ্টায় পরমাণু শিল্পের বিভিন্ন খাতে কেবল গত এক বছরে ১৩৩টি নতুন সাফল্য সফলভাবে অর্জন করা সম্ভব হয়েছে। আগামী ১০ এপ্রিল জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সাফল্যগুলোর উন্মোচন ও উদ্বোধন করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।