নতুন স্যাটেলাইট ‘শরিফ স্যাট’ উৎক্ষেপন করতে যাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/06/2770190-1.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরান শিগগিরই কক্ষপথে ‘শরিফ স্যাট’ নামে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপন করবে বলে জানিয়েছেন দেশটির এভিয়েশন শিল্প সংস্থার শীর্ষ কর্মকর্তা। শনিবার বার্তা সংস্থা ওয়াইজেসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অরগানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মনুচেহর মনটেঘি জানান, নতুন উপগ্রহটি উৎক্ষেপনের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে বছরের শেষ নাগাদ ‘শরিফ স্যাট’ কক্ষপথে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।
ব্যাখ্যা করে তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য অনুমতি প্রদান করে থাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ‘শরিফ স্যাট’ ইতোমধ্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন উপগ্রহটি উৎক্ষেপনের জন্য প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় আছে।
ইরানের এভিয়েশন শিল্প সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বিশেষজ্ঞদের যে দলটি নতুন উপগ্রহ ‘শরিফ স্যাট’ তৈরি করেছেন তারা এখন নতুন আরেকটি উপগ্রহ তৈরি করছেন। সূত্র: তেহরান টাইমস