মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন করল ইরান

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২২ 

news-image

ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার ‘জুল জানাহ’-এর সাহায্যে দ্বিতীয় গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রথম উৎক্ষেপণের পর দ্বিতীয় উৎক্ষেপণের প্রস্তুতি চলছে।

এরপর রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার খবর দিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সাইয়্যেদ আহমাদ বলেছেন- ‘জুল জানাহ’ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। এসব উৎক্ষেপণের মধ্যদিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে ২২০ কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে।

‘জুল জানাহ’ হচ্ছে তিন ধাপের একটি স্যাটেলাইট ক্যারিয়ার যা কম্বাইন্ড জ্বালানি দিয়ে চলে। এর ওজন হচ্ছে ৫২ টন এবং দৈর্ঘ্য সাড়ে ২৫ মিটার। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই এই স্যাটেলাইট নির্মাণ করেছেন। এটি সব দিক থেকেই আন্তর্জাতিক মানের। পার্সটুডে।